পৃথিবীতে মিষ্টি সেই ভাষা
যে ভাষায় কথা বলে মা
মায়ের ভাষার মত মিষ্টি
মধুর ভাষা নেই এ সংসারে।
তাই তো সেই দিন পাকসেনারা
ছিনিয়ে নিতে চেয়েছিলো মায়ের ভাষা
হাজার ছেলের একটি কথা
ছেড়ে দিবোনা মায়ের ভাষা।
যতহক কষ্ট, যতহক বেদনা
আসুক যত বিরহ, আসুক যত হাহাকার
হাঁটবো না পিছু,ছাড়বো না কিছু
যতক্ষণ থাকে এই বুকে নিঃস্বাস
ততক্ষণ চলবে লড়াই।
রক্তস্রোতে নৌকা ভাসিয়ে
সবুজ বৈঠা নেরে
নয়মাস তার আঁধার কাটিয়ে
লোহার খাঁচা ভেঙে
আনতে হয়েছিলো বাংলার
মাটিতে স্বধীনতা ফিরিয়ে।