যাদের জন্য ভাবলাম আমি
গড়লাম এমন জীবন
তাঁরাই আমায় পর করে
সাজালো তাদের ভূবণ।
তাদের সাথে হলো নাতো
আমার থাকার ভাগ্য
এখন আমি বৃদ্ধাশ্রমে
কাটায় দিবা রাত্ররো।
এক হাড়িতে ভাত খেতাম
আমরা সবাই মিলে
সেই হাড়িতে হয়নি জায়গা
আশ্রমে গিয়েছে ফেলে।
অসুস্থ হলে থাকতাম আমি
যাদের পাশে জেগে
তাদের আজ হয়না সময়
আসতে আমার কাছে।
লেখা পড়া শিখাতে গিয়ে
পরিনি দামি পোশাক
তাইতো সে আজ দামি অফিসার
সালাম জানাই সবাই।
এ শহরে আজকে তার
তিন চারটা বাড়ি
সেখানে আমি বোঝা হয়ে
ছিলাম অনেক ভাড়ি।