আষাঢ় মাসের কালো মেঘে
ছেয়ে গেছে প্রবল ভাবে
বকের সারি যাচ্ছে উড়ে
আকাশ পানে সারে সারে।
ঝমঝমাঝম বৃষ্টি পড়ে
বাদ্য বাজে টিনের চালে
রাখাল ছেলে দূরত্ব বেগে
আসছে ছুটে গরুর সাথে।
কৃষাণ ছেলে লাঙল কাঁধে
আসছে ফিরে আপন নীড়ে
ঝড়ে বাতাসের সাথে সাথে
গাছেরা সব নৃত্ত করে।
মেঘমেদুরে তারার মেলা
বসছে যেনো কদম ডালে
কাঠবিড়ালি খাদ্য খোঁজে
কদম শাখার পাতার ভাঁজে।