যে বোঝে না চোখের ভাষা
কী করে বুঝবে সে জমানো ব্যাথা?
কিছু কথা থাকনা জমা
নাই বা হলো তোমার জানা।
লুকানো থাকুক কিছু মায়া
আবেগের নামে চাপা।
দুঃখ গুলো থাকুক সদা
হাসি মুখের আড়ালে ঢাকা।
কিছু কথা থাকনা জমা
নাই বা হলো তোমার জানা।
ভালো থেকো তুমি সদা
নাইবা জানলে মনে কথা।
তোমার জন্য ভালো বাসা
থাকুক আমার হৃদয়ে লেখা।
নাইবা হলো তোমার জানা
লুকানো থাকুক সকল মায়া।