তোমাতে আমি খুঁজিনা তুমি
আপনাতেই আমি সন্তুষ্ট বেশি
আপনার হয়তো তুমি বচনে
মাধুর্য্য মেলে খুবি।
আপনাতে মেশা সম্পর্ক গুলো
সুগারবিহীন অধিক উপকারী
তুমির আড়ালে অবাধ থাকে
আশ্লীলতার বাণী।
তুমিতে মেশা সম্পর্ক গুলোই
মান অভিমানে ভাঙে বেশি
অন্ধকারে ঠেলে দেয় চিরতরে
গলাতে পড়াই ফাঁশি।
আপনি মুখর সম্পর্ক গুলো
ক্ষয়ে গেলেও রয়ে যায়
সম্মানের কিছু মধুময় স্মৃতি।