আমি বর্ষা হবো তোমার জন্য
এক রৌদ্রমাখা দিনে
তোমার জন্য কাব্য লিখবো
হাজার নিশি ধরে।
ঘুম ভাঙ্গাবো রবির গানে
উষ্ণ গরম কফি হাতে।
ভালোবাসার চাদর দিয়ে
রাখবো তোমায় আগলে ধরে
অভিমানের মেঘ গুলো সব
হাওয়ায় মতো উড়িয়ে দিয়ে।
বৃদ্ধ হবো তোমার সাথে
এক ছাদেরি নিচে থেকে
তুমি শুধু ভালোবেসে
রেখো আমার হাতটি ধরে।