সমাজ জুড়ে আহাজারি
নিত্যনতুন ছলচাতুরী
বিবেকটাকে বদ্ধ করে
তুচ্ছ নিয়েও বিবাদে লড়ে।
আপন স্বজন হারিয়ে কাঁদে
অন্যের গলায় ছুরি ধরে
মানুষ হয়ে মানুষ মারে
আপন চিন্তায় মগ্ন সবে।
অহমিকায় থাকে অন্ধ হয়ে
দূর্বলকে ঘ্রিণা করে
সবল লোকের পায়ে পরে।
দোষ গুণ সব বিচার করে
টাকার অঙ্কে ওজন মেপে
এমন লোকেরে কী মানুষ বলে?
শিক্ষাদিক্ষা যে সবি ভোলো
স্বার্থ সিদ্ধ করার তালে।