আমিতো চাইনি তোমার হতে
তোমায় নিয়ে স্বপ্ন সাজাতে
খুব করে তুমি বোঝালে মোরে
স্বপ্ন আঁকলে ভালোবাসার রঙে।
আজ তবে কেনো কর
আমারে নিয়ে এতো অবহেলা
কত সময় যায় তোমার
কত ভাবে রোজ,তবুও তুমি
নাও না কভু আমার কোনো খোঁজ।
ছেড়েই যদি যাবে তুমি
কেনো স্বপ্ন দেখালে আমায়
আমিতো পেতে চাইনি তোমায়
তোমার থেকে ভালোবাসা।
তবে কী সেদিন মিথ্যা ছিলো
তোমার বলা সকল কথা?
একযুগ পরে-ও ভুলতে পারিনি
এখনো আমি তোমার মায়া।