আমি কখনো কারো কাছে প্রিয়েজন হতে পারিনি,
আমি গুরুত্ব দিলে সবাই দূরত্ব বাড়িয়ে দিয়েছে।
আমার মন খারাপের দিনগুলোতে
কেউ কখনো আগবাড়িয়ে কথা বলেনি!
আমি রাগ করলে কেউ কখনো
জানতে চাইনি রাগের কারণ কী?
যাদের কে সব সময় বন্ধু ভেবেছি
তারা আমাকে ক্লাসমেট ছাড়া ভাবেনি।
কেউ আমার জন্য দীর্ঘ রজনী অপেক্ষা করেনি।
আদুরে গলায় বলেনি ভালোবাসি।
আমাকে নিয়ে গান, কবিতা, গল্প লেখেনি
আমাকে নিয়ে কখনো কেউ ঘুরতে যাওয়া বাইনা ধরেনি
জোছনা দেখার জন্য কেউ জোর করেনি।
রাস্তায় ঝরেপরা কৃষ্ণচূরা ফুল তুলে খোঁপায় গুজে দেয়নি।
রাতের পর রাত জেগে থাকলেও
কেউ না ঘুমানোর কারণ শুধাতে আসেনি।
দিনের পর দিন যার জন্য অপেক্ষা করেছি
আমার কথা তার কখনোই মনেই পরেনি।
দিনের পর দিন যাদের সাহায্য করেছি
দিন শেষে কেউ কখনো আমায় মনেও রাখেনি।
হাজারো ভালো কাজের জন্য প্রশংসা পায়নি
কিন্তু সামান্য ভুলেও কেউ ছাড়া দেয়নি।
আমি বিশ্বাস করে কখনো জিততে পারিনি
পদে পদে বঞ্চিত হয়েছি সব খানে।
কারণ আমি এক অবহেলিত মানুষ
যে পরে থাকে সব সময় অবহেলার কাতারে।