আমি দল অন্ধ হয়ে অন্যের চক্ষুকে
অন্ধ করে দিতে চাইনা
অন্যের জীবনকে কেড়ে নিতে চাইনা
আমি মানুষ হতে চাই।
আমি দলের বর্মপরে অন্য দলের
সম্পদ কেড়ে নিতে চাইনা
আমি মানুষ হতে চাই ।
আমি চেতনার নামে অন্যের
বিশ্বাসকে আঘাত দিতে চাইনা
আমি মানুষ হতে চাই ।
আমি হিন্দু হতে চাই না
মুসলিম হতে চাই না
বোদ্ধ হতে চাই না
খ্রিস্টান হতে চাইনা
আমি মানুষ হতে চাই ।
আমি ইহুদিবাদের লেবাস পরে
শিশুর রক্তাক্ত নদীতে
স্নান করিতে চাই না
আমি মানুষ হতে চাই।
আমি খৃষ্টবাদীর লেবাস পরে
প্রার্থনালয়ে মানুষকে
শোষণ করিতে চাই না
আমি মানুষ হতে চাই।
আমি মুসলমান দাবী করে
অন্যের হক নষ্ট করিতে চাইনা
আমি মানুষ হতে চাই।
আমি হিন্দুত্বের দাবি করে
অন্যকে অচ্ছুত বলিতে চাই না
আমি মানুষ হতে চাই।
আমার রাজনীতি, আমার ধর্ম,
আমার জীবন কর্ম হোক কল্যাণে।
আমি অন্যকে ঠকাতে চাইনা
কেড়ে নেওয়ার প্রতিযোগিতায়
থাকিতে চাই না ,দিতে চাই
আমি মানুষ হতে চাই,।
আমি কল্যাণের জন্য অবতরণ
আমি কল্যাণের মানুষ হতে চাই।
আমি রাজনীতির নামে
অন্যের সম্মান ,সম্পদ
লুটকার হতে চাইনা
আমি বিবেকের প্রহরী হতে চাই।
আমি মানুষ হতে চাই।
আমি ধার্মিক হতে চাইনা
আমি রাজনীতিবিদ হতে চাইনা
আমি দলদাস হতে চাইনা
আমি ধর্মদাস হতে চাইনা
আমি শ্রেষ্ঠ মানুষ হতে চাই
হে আল্লাহ আমাকে তুমি
ধার্মিক বানিও না
আমাকে সেরা মানুষ বানাও
আমাকে সেরা বিবেক বানাও।