নিজেকে আমি গুছিয়ে নেবো
দূরে যাবো আরো
রাগ অভিমান গেছি ভুলো
দোষ দিনা কারো।
দুঃখ আমার বন্ধু সদা
মানুষ আমি বোকাসোকা
অভিনয়ে তাই গেছি ডুবে
পারিনি তোমার রূপ বুঝতে।
বিশ্বাস আমি করে ছিলাম
অন্ধের মতো তোমায়
তাইতো তুমি ধাক্কা দিলে
পিছন থেকে আমায়।
কি দোষ দেবো তোমায় আমি
সব দোষতো আমার
নিজের থেকে বেশি ভালো -
বেসে ছিলাম তোমায়।
ভালো থেকো তুমি সদা
যেথায় তুমি থাকো
নিজেকে আমি গুছিয়ে নেবো
কাক পক্ষির মতো।