আমি ভালোবেসে ছিলাম অতিরিক্ত
চিঠি লিখে ছিলাম অফুরন্ত,
নাম বেনামে খোঁজ নিতাম
তাই সে হত বিরক্ত!!
আমার কথা শুনলেই সে
বলত এখন বিজি আছি!
পরে আমি কল দিবো
এখন আমি রাখি।
বেনামে তাই কল দিয়ে
চুপ থাকতাম আমি
তখন সে থাকত ইজি
বলত কত কথা।
মধুর সুরে জনতে চাইত,
নাম ঠিকানা করতে চাইত দেখা।
তবুও আমি কইনি কথা
শত কথার ভিড়ে,
তার কন্ঠ শুনলেই আমার
ক্লান্তি যেতো চলে।
হঠাৎ করে তখন সে
আটলো একটা ফন্দি,
তাঁর মাথার দিব্যি দিয়ে
বললো কথা বলো জলদি।
লাইনটা যখন গেলো কেটে
সিমটা আমি বন্ধ করে
রেখে দিলাম ব্যাগে পুরে
আজও আছে তেমনি পরে।।
দীর্ঘ সময় কেটে গেলো
নিরব থাকার মাঝে
আবার আমাদের কথা হলো,
একটা রঙিন সাঁঝে।
আবার সে মিথ্যা মায়ায়
বাঁধলে আমার মন
বেনামে যেনো খোঁজ না করি
এই করালো পণ।
তার পরে সে নিরব হলো
আর নিলোনা খোঁজ,
তার কথা খুব মনে পরে
এখনো আমার রোজ।