জননী জন্মভূমি আমার প্রিয়দেশ
এদেশে জন্ম আমার ধন্য আমি বেশ।
বাংলার মাঠ ঘাট সবুজে সবুজে
ছেয়ে থাকে বারো মাস জুড়ে,
খাল বিলে শাপলা শালুক থাকে ফুটে।
মন চায় হাঁসের মতো সাঁতরে বেড়ায়
কাজল দীঘির এই স্বচ্ছ জলে,
প্রজাপ্রতির মতো সাধ হয় উড়ে গিয়ে
ছুয়ে দিতে মগডালের ফুল টারে।
বার বার মুগ্ধ হয় এই বাংলার
শতরূপের সুন্দরয্যকে ঘিরে মন বলে
যুগ যুগ থেকে যায় এই বাংলায়
মানব বেশে নয়তো বহুরূপি এক রূপে।