আমার গ্রামের মাটি
সোনার মত খাঁটি
এই মাটিতে ফলছে
ফসল রাশি রাশি।
আমার গ্রামের নদী
মাছ প্রজাতির রানী
উতাল তার ঢেউ
বয়ছে বাঁকে বাঁকে।
আমার গ্রামের বন
পাখি চারণ ভূমি
রোজ সকালে ঘুম ভেঙ্গে
যায় পাখি কলরবে
এইতো আমার মাতৃভূমি
মায়ের মত তুমি।