ছোট বেলার সেই মধুর স্মৃতি
আজও মনে পরে।
রাত্রি যখন বাইরে থেকে
আসতো ফিরে বাবা,
আমার জন্য আনতো কিনে
হরেক রকম মজা।
মায়ের সাথে ঘুরতে যেতাম
যখন নানার বাড়ি,
সবাই তখন নিতো কোলে
কপালে দিতো চুমি।
নানির হাত খাবার খেতাম
তাহার কোলে বসে,
মামার সাথে ঘুরতাম আমি
মামার কাঁধে চেপে।
দাদির সাথে থাকতাম আমি
ছায়ার মতো লেগে,
চোখে আড়াল হতে দিতাম না
সকাল বিকাল সাঝেঁ।
দাদার চশমা লুকিয়ে রেখে
শর্ত দিতাম তাকে,
আমার ছাড়া অন্য কারো
হবে না দাদু কভু।
শৈশবের সেই দিনগুলো আজ
স্মৃতির মধ্যে আছে বেঁচে ।