একটুকরো গোস্ত নিতে
সকাল থেকে সাঁঝে
অনাথ গরীব বসে থাকে
সাহেব বাবুর গেটে।
গিনিমাতা গোস্ত পেয়ে
ফ্রিজ রাখে আগে
সারা বছর খেতে চাই
এক কুরবানি রেখে।
বিলায়না তা সঠিক ভাবে
গরীব দুঃখীর মাঝে
হারাম টাকা উপার্জন করে
মস্ত বড় গরু কিনে।
কুরবানি করলে লোক দেখাত
পূর্ণ মিলবেনা কোনোক্রমে
চামড়া বিক্রির টাকা নিয়ে
রেখোনা তা পকেটে তুলে।
দান করো সঠিক ভাবে
আপন হাতে সবার মাঝে।
টাকা কড়ি নেইকো যাদের
তাদের মাংস সহ মসলা দিও
যাতে রান্না করে খেতে পারে
তৃপ্তিপূরে সবার সাথে।