যাকে ফেললে ছুরে যায়না দূরে
মুখের কথা শুনে, মনের ভাষা বুঝে।
মান অভিমান করুক যতই
রাগ করে না মোটেই।
এমন একটা সঙ্গী থাকা
খুব প্রয়েজন বটেই
ব্যস্ততার মাঝে যে খোঁজ নিবে
ঘুমাতে যাওয়ার আগেই।
বিপদ বাঁধা সাহায্যের হাত
যদি নাই বাড়াতে পারে,
সাহস দিয়ে মনকে সে শান্ত করে
এগিয়ে দিবে গন্তব্যের দিকে।
এমন একটা মানুষ থাকা
খুব প্রয়েজন বটেই,
চোখের আড়াল যতই করুক
মনের আড়াল করেনা মোটেই।
পৃথিবীতে প্রতিটা মানুষের এমন
একটা মানুষ থাকা বড্ড প্রয়েজন,
যে দিনের শেষ দিন কাটানোর
হিসেব করে নিজে থেকে এসে।