একাকিত্ব কে বন্ধু করে নিলে
দুঃখ তোমার আর রবে না মনে
থাকবে নাকো বিরহ ব্যাথা
সব কষ্ট যাবে চলে।
এ ধরণীর মাঝে স্বার্থ গেছে মিশে
কেউ আসে না খবর নিতে
বিনা স্বার্থে এসে।
তোমার দুঃখ বুঝবে না কেউ
করবে না আহা জারি
যতখন না পাড়ি দিবে তুমি
সাফল্যের শীর্ষো নদী।
তোমার নিয়ে ভাববে না কেউ
কোথাও পাবে না মান
অধিক যদি না হয় তোমার মাল।
তোমার কথা শুনবে না কেউ
যদি থাকে ক্ষমতা তোমার শূন্য
স্বার্থের কাছে অন্ধ মানব
সম্পর্কের দেয়না কোনো মূল্য।