নিস্তব্ধ এক আঁধার রাতে হঠাৎ
ঘুম ভেঙে আপনার ও
আমায় ভিষণ ভাবে মনে পরবে।
হয়তো আপনার প্রিয়েজনের থেকে পাওয়া
একবিন্দু অবহেলার ভারে,না হয়,
আপনাকে ঘিরে আমার করা সেই সব
পাগলামির দিনগুলো ভেবে।
সেদিন আপনি ও আমার জন্য
এক প্রহর জাগবেন,
তখন অতিতর সব স্মৃতি ভেসে উঠবে
নয়ন কোটরে বাস্তব রূপে।
আমাদের কত কাল কথা হয়নি
শেষ কথাটা হয়েছিলো কী?
সেই দিন আপনি না চায়লেও বারংবার
মনে হবে আমাদের প্রথম দেখার কথা।
সেদিন আমাদের আর কথা হবে না
তখন আমি হারিয়ে যাবো না ফেরার দেশে।
ঘুমহীন এক প্রহর আপনাকে ও
তিব্র ভাবে আমায় ভাবাবে,
যেভাবে প্রতিটা প্রহর এখন আমার কাটে।