মহাবিশ্বের মহাকোলে
অনন্তকাল ধরে
অসংখ্য রহস্যজাল হয়েছে বিস্তার।

সূদূরের নীহারিকা
দূরন্ত ধূমকেতু
অজানা ব্ল্যাকহোলে রহস্য অপার।

গ্রহ আর নক্ষত্রে
মায়াবিনী ছায়াপথে
প্রাণের রহস্য কত রয়েছে গোপন।

সংযোজন বিয়োজন
অণু পরমাণু
ঢেকে রাখে রহস্যে সৃষ্টির নিয়ম।

মহাকর্ষের মহাটানে
মহাবিশ্ব শুধু ঘোরে
রহস্যে ভরে রাখে অনাদি সৃজন।

অসীম সাম্রাজ্য মাঝে
সীমানার সন্ধানে
চিরকাল রয়ে যাবে রহস্য কথন।