পাহাড় ভেঙ্গে নেমে আসে
আনন্দের ধারা,
আঘাত করে পাথরে কন্দরে,
সুর তোলে।
বনানী কেঁপে ওঠে
সবুজ নিশানে,
সুরের আমেজে ভাসে
নানা জনপদ।
নদীস্রোত মিশে যায়
সাগরের জলে
গুনগুন গান করে
রত্নসকল।
সুরের প্রবাহ ঘটে
অন্তরে অন্তরে,
জেগে ওঠে পৃথিবী
আপন খেয়ালে।
চেতনায় সাড়া লাগে
সুরের মায়ায়।
গানে গানে নানাকথা
মিলন মেলায়।