যদি এমন হতো
যদি কালের চাকা পিছনে ঘুরতো
যদি বর্তমান হতে অতীতের দিকে
চলতো আমার মন
তবে উলটে যেতো পথ।
যে পথে চলেছি বহুদিন আগে
ফিরে চলি আজ তার সন্ধানে
অতীত, আরো অতীত হয়ে
আমারে ডাকিছে নীরবে।
সময় কেটে যায়
সবুজ মুছে যায়,
কালের প্রলেপ পড়ে
হলদে, ধূসর, খয়েরী আভায়।
যত চলি সামনে সমানে
কালের বিবর্তনে
সময় দীর্ঘ হয়,
পথ হারায়ে যায়।
আমি মিশে যাই-
গভীর কুয়াশায়।