অশান্ত পৃথিবীতে শান্তির তরে,
প্রকাশিত হন তিনি
নানান আকারে।
সিংহরূপে পশুগণকরেন পালন,
গরুড়রূপেতে তিনি
শ্রেষ্ঠ বিহঙ্গম।
বেগবান বায়ু তিনি, রাম ধনুর্ধর,
মৎসকুলের গর্ব তিনি
নামেতে মকর।
ধরণীরে যত নদী করেছে শ্যামলা,
পবিত্র সলিলরূপে
গঙ্গার মহিমা।
যত বিদ্যা ঘটায়েছে মনের প্রসার,
ব্রহ্মবিদ্যা দাবী করে
শ্রেষ্ঠ সবার।
সৃষ্টি রহস্যময়, অনন্ত প্রকাশ,
মন্বন্তরে নানারূপে
হয়েছে বিকাশ।