মহাগ্রহ মহাবিশ্বে
সতত বিরাজে,
ছায়াগর্ভে জন্ম তাঁর মহাশক্তিধর,
যোগী আর ত্যাগী বলে
খ্যাতি দুনিয়ায়,
নীলবর্ণ রবিপুত্র দুঃখের আকর।

অর্ধকায় তবু সে যে
অতি ভয়ংকর,
কেঁপে ওঠে সর্বলোক প্রবল দাপটে,
মহাঘোর মূর্তি দেখে
মনে জাগে ভয়,
চন্দ্রাদিত্য গিলে ফেলে প্রচন্ড আক্রোশে।

ধূম্রবর্ণ কবন্ধ
যখন তখন
তচনচ করে তোলে সমস্ত গগন,
গ্রহ আর তারা যত
আকাশের বুকে
ক্রূরতায় সবকিছু করে বিমর্দন।

সবে মিলে একসাথে
আলোড়ন তোলে,
মানব জীবন কাটে নানান খেলায়,
হাসি আর কান্না
কোনো একদিন
মুছে যায় অবশেষে স্বপ্ন ফুরায়।

--কলকাতা