অনন্তকাল ধরে
সৃষ্টি যখন
সীমাহীন ছায়াপথে ঘ্টায় বিকাশ,
সেজেছে নানাসাজে
বিচিত্র মনন
ক্রমে ক্রমে ধরণীতে হয়েছে প্রকাশ।
গিরি মরু সমতল
সাগরের জলে
নিঃসঙ্গ জীবনবীণা বাজিছে নীরবে,
স্নেহের প্রবাহ তবে
অবিরাম ঝরে
প্রাণে প্রাণে সাড়া তোলে কখন,কিভাবে!
জীবন সাধনা করে
সৃষ্টির তরে
সুখে দুখে আনন্দে নানা যাতনায়,
নানা কথা নানা ভাব
নানা খেয়ালে
ঢেকে রাখে কোনদিন জীবনপাতায়।
কল্পনা রূপ ধরে
সুন্দর জগতে
আবেগমথিত আর নিষ্কাম মননে,
ব্যথাহত আশাগুলো
নীরবে নিভৃতে
মৃত্যুহীন ছবি আঁকে গভীর যতনে।
-- কোলকাতা