সমুখে যে দেখা যায়
টাকার পাহাড়,
পথ আমি খুঁজে মরি সেখানে যাবার।
হামাগুড়ি দেই আমি
উঁকিঝুঁকি মারি,
অবশেষে দেখা পাই সিঁড়ি সারি সারি।
ধীরে ধীরে উঠি আমি
তাকাই উপরে,
ঝুরঝুর করে টাকা পড়ে নীচে ঝরে।
হাত ভরে তুলে নেই
রাখি যতনে,
ভারী হয় সব পকেট বহু ওজনে।
চলিতে কষ্ট হয়
তবু ওঠা চা্ই,
চারিদিকে টাকা ছাড়া আর কিছু নাই।
পবিত্র মন বলে,
“লোভ ত্যাগ করো”
লোভী মন হুংকারে, “চাই আরো আরো”।
অবশেষে কোনক্ষণে
ভেঙ্গে পড়ে শির,
চঞ্চল মন হয় তখনি সুস্থির।