পরিহিত বস্ত্র যত পুরাতন হয়
ছিন্নভিন্ন দশা তার
অতি প্রয়োজন
পরিত্যাগ করে তারে নূতন ধারণ।
পুরাতন বাসা যদি জীর্ণ হয়ে পড়ে
ঘুণ ধরে যেথা সেথা
ক্ষণভঙ্গুর,
সকলে বেড়িয়ে পড়ে নূতন সন্ধানে।
জীবনজ্বালায় জ্বলে মূহ্যমান মন,
অপারগ দেহ অতি
শক্তি ক্ষয়ে যায়,
মৃত্যুহীন আত্মা ছাড়ে খোলস তখন।
জরা দেহ মুক্তি পায় নূতন শরীর,
জন্মরহিত আত্মা
অতি সনাতন,
সর্ব্বব্যাপী, নিত্য, স্থির যখন।
দহন করিতে ব্যর্থ প্রচন্ড অনল,
কাটিতে পারেনা অস্ত্র,
ভিজাতে পারে না জল,
শুকাতে পারে না বায়ু তারে কোনমতে।
অক্ষয় অমর আত্মা ঘোরে বারে বারে।