রজঃ চলে।
সামনে দীর্ঘ পথ
দুধারে শুন্যতা।
মিলনের সেতু
নিস্তব্ধ সীমাহীন।
সে চলে সড়কের টানে।
সে চলে
মাটিতে আঁচড় পড়ে,
বীজ বোনে
ফুল ফোটে
ফল হয়।
পাখী আসে
গান গায়
জাগে প্রাণ।
সে চলে
ঘাম ঝরে
ইমারত গড়ে
শান্তির নীড়
প্রশান্ত আশ্রয়।
সে চলে
গদ্য দুয়ার খোলে
বাস্তবের ধ্যান ভাঙ্গে
কল্পনা মিশে যায়
স্বপ্ন-ছায়ায়।
কর্মের ধ্বজা ওড়ে
সভ্যতার পথে।
রজঃ চলে
অনাদি অতীত হতে।
ব্রহ্মান্ড শাসন করে
আপনার হাতে।