প্রভাত চলেছে পথে
হামাগুড়ি দিয়ে,
ভবিষ্যত চেয়ে থাকে গভীর আগ্রহে।
মধ্যাহ্নের খরতাপে
ব্যস্ত জীবন
দ্রুতবেগে ছুটে চলে যখন তখন।
ধীরে ধীরে নেমে আসে
সন্ধ্যার আঁধার
তাপে ক্লিষ্ট মন চায় ক্ষণেক আরাম।
শৈশব ঢাকা থাকে স্বপ্নছায়ায়,
যৌবন গান গায় ভরা জীবনে,
রঙমাখা কর্মের অপূর্ব আখ্যান
মেলেছে ডানা তার আপন খেয়ালে।
বহুপথ অতিক্রান্ত, ক্লান্ত শরীর,
বার্ধক্য বাসা বাঁধে নীরবে নিভৃতে,
অতীতের কাহিনী কখনো কখনো
ঢেকেছে বর্তমান পরম যতনে।
সেজে ওঠে দিনগুলো নানা পর্যায়,
আলোছায়া শৃঙ্খল সুদীর্ঘ সড়কে।