বৃষ্টি পড়ে-
কখনো ঝরঝর, কখনো ঝিরঝির,
দূরে বাড়ীগুলো ঝাপসা হয়ে ওঠে,
অতীত নাড়া দেয় মন।
সময়ের-যানে চলি
অতীতের দিকে,
একে একে কেটে যায় অনেক সময়।
আলো-মাখা, ধোঁয়াশা,
আঁধারের শেষে,
তৃপ্তি ও অতৃপ্তি ভরেছে জীবন।
যৌবন, কৈশোর আর
শৈশবের দিন
ছুটে চলে পরপর চোখের পলকে।
অবশেষে পৌঁছে যাই
মাতার জঠরে,
পরম যতনে রাখা স্মৃতির আধারে।
মূহ্যমান হয়ে পড়ি,
ভাবি বারবার,
জন্মান্তরে বাঁধা পড়ে আত্মা আমার!
মনের গহনে চিন্তা
ছট্ফট্ করে,
শক্তির নিত্যতা বিরাজে এখানে!
জন্ম হতে জন্মান্তরে
আত্মার বিকাশ,
জীর্ণবাস ত্যাগ করে হয়েছে প্রকাশ।
শক্তির নানারূপ,
বিনাশ না হয়,
অবিনাশী আত্মা- অমর, অক্ষয়।
রূপান্তর ঘটে শুধু
জনমে জনমে,
মিলনের সেতু গড়ে নূতন ভুবনে।
কুয়াশা কেটে যায়
ঘোর লাগে মনে,
সময় দাঁড়িয়ে আছে মাতৃজঠরে।
লিঙ্ক ফেল বারবার-
মিলে না হদিস,
অতীত হারিয়ে গেছে- শুধু নেগাটিভ।