শুনতে পাই সজীব প্রানের গান,
শুনতে পাই কোলাহল,
আনন্দের রেশ ছড়িয়ে পড়ে দিগন্তে।
গতিজাড্যে এগিয়ে চলি,
পৌঁছে যাই-
দ্বাপর, ত্রেতা, সত্যযুগে।
চেয়ে দেখি-
মনুর বংশধর সৃষ্টি করে অপুর্ব বিস্ময়।
মন্বন্তর ঘটে চলে কালের চাকায়।।
জীবন বিজ্ঞান গায়
জীবনের গান,
আর এন এ, ডি এন এ, নানা সমাধান।
কোষ হতে কোষান্তরে
প্রানের প্রবাহে,
জীবন এগিয়ে চলে চলনে-গমনে।
পদার্থ সেজে ওঠে
নানারূপ ধরে,
শক্তির মায়াজালে মুগ্ধ ভুবন।
কতশত রূপান্তর
ঘটে অবিরাম,
ভর-শক্তি মিলেমিশে নিত্য যখন।
রসায়ন ছড়ায়েছে
দিগন্তের মাঝে
জৈব ও অজৈবের বিশাল জগত।
দর্শন ও বিজ্ঞান
পাশাপাশি চলে,
নব নব ভাবনায় রয়েছে মগন।
অবাক বিস্ময় নিয়ে
বহু জ্যোতির্বিদ,
অনন্ত ভাবের বশে রহে মশগুল,
সৃষ্টি রহস্যে ভরা
এই মহাকাশ
নানা ভাবে নানা দিকে হয়েছে প্রকাশ।
ভূতত্ত্বে মগ্ন থাকে
কত শত জন,
মৃত্তিকার বুক জুড়ে নূতন জীবন।
জ্ঞানের প্রাবল্য যেন
বাড়ে দিনে দিনে,
ছু্টে চলে আবিষ্কার সামনে, সমানে।