পৃথিবী কাঁদে,
হাহাকার করে,
ফোঁটা ফোঁটা রক্তে ভিজে যায় মাটি।

একদিন, পরিপূর্ণ সম্ভারে
আহ্বান জানিয়েছিল আদম আর ইভে,
জেগে উঠেছিল পৃথিবীর প্রাণ,
উজ্জীবিত হয়েছিল সালোক-সংশ্লেষ।

তাল কেটে যায়-
শান্তির আকাশে গাঢ়ত্বের পরিবর্তন,
অ্যাসিডের তীব্রতায় ক্ষতের সৃষ্টি।

কান পাতলে শোনা যায়
নাদিরের হুঙ্কার,
অ্যাটিলার আস্ফালন,
অস্ত্রের ঝন্‌ঝন্‌।

শক্তির আস্ফালন একদিন মুছে যায়
বিলীয়মান রঙের মতন।