বয়ে চলে হিমেল বাতাস সবুজ মাখা বিলে
সোঁদা মাটিতে জন্মানো সরিষা গাছেরা দোলে
ছিঁটেফোঁটা মেঘ ভাসে
ফাঁকা আকাশের নীলে ।
নিশ্চুপ ছেলেটা ফাঁকা জায়গায়
খুব ছোট্ট তালপাখা খেঁজুর কাঁটাতে ঢুকিয়ে
হিমেল হাওয়ায় ফুরফুর করে ঘুরায়,
চালে ঝুলে থাকা না পাকানো পাটের দড়িটা
হঠাতই পড়ে যায়
দোল খেতে খেতে অবশেষে বারান্দায় ।
পাশের বাড়ির সজিনা ভরা ডালটা
ঘরের দেওয়ালে ঝুলে ঝুলে ঘষা খায়
নদীতে যাবার পথে মাছুয়ারা এই দৃশ্য
রোজ রোজ দেখে যায় ।