মেঘলা আকাশে
বৃষ্টি এখনি এই বুঝি আসে ,
বাদল চাদরে ঢেকে থাকা রবি জবুথুবু হাসে,
স্নিগ্ধ দৃষ্টি তোমার উপর কতো আর চেয়ে রবে
আমারে লাগিছে ভালো
মন তবু বলে যাবে ।
বাদল ছায়ায় ঢাকিছে পৃথিবী মায়াবী রুপের আঁধারে
তোমাকে ছুঁতে কি যেতে হবে তবে
শোলার ভেলায় চড়ে
সমতল ছেড়ে উঁচু হিমালয় পাহাড়ে ?
মনটা খুবই কোমল
গলে গল গল দিবা না তাহারে প্রেমের ছোবল ,
ধোঁয়ার আকারে উঠিছে কবেই আসমান ঘরে
নদী খাল বিল ডোবা মিঠা পুকুরের জল ।
দখল করিছো গগনের এক কোন
বাতাস বহিছে আদর সহিছে
এতো সুন্দর রুপের চমক খরা মরুভূমি কাঁদিয়া চাহিছে
মোর দুখী কথা শতবার তুই কান পেতে শোন ।
চাঁপাই নদীর কূলে
ও মন মাঝি গো এবার তো জাগো
নদীতে উঠেছে কাঁপুনি তুফানি জোয়ার উঠিছে ফুলে ।
মেঘলা আকাশ নাই রে সামাল
ছিঁড়ে গেলো পাল ভাঙ্গলো রে হাল
ভিজালো প্রথম নারিকেল ডাল
মেঘলা আকাশ মাতাল মাতাল ।
বর্ষার আয়োজন