ভালোবাসা?
সে তো এক অনুক্ত অনুভূতির প্রতিধ্বনি-
হৃদয় কোটরে প্রকম্পিত হয় বার বার,
কলংকের ভয় দূরে থাকে হাজার মাইল-
অদৃশ্য আকর্ষণে হৃদয় সমুদ্র মাঝে-
উদ্বেলিত ঢেউ- বাঁধা না মানার,
বিধাতার লীলায়- নির্বাক নিয়তি -
প্রসন্ন হয় আপন রূপে,
আলিঙ্গন হয় -
স্রষ্টা ও সৃষ্টি তে।

ভালোবাসা?
সে তো এক মহা জাগতিক - অবিনাশী -
সত্ত্বার নাম।
না পাওয়ার বেদনায় - মনের মানুষ টিকে-
স্মৃতির আয়নায় -
বার বার ফিরে দেখার নাম,
বিচ্ছেদের অনলে নিজেকে দাহ করে-
আপন চিতায় আত্মহুতির নাম।

ভালোবাসা?
সে তো প্রেমিকের চিতায় -
প্রেমিকার দেওয়া ফুল,
সমাজের তিরস্কার - আপন বক্ষে-
বিষাক্ত তির ছোড়া,
হয়তো একদিন -
সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া।

তবুও ভালোবাসা অমলিন - গতিময়,
বেঁচে থাকে আপন সত্ত্বায়।
অজানা গন্তব্যে নিরুদ্দেশ পথচলা-
পৃথিবীর মানচিত্রে অসমাপ্ত ইতিহাস -
ঝড়ের আঘাতে ভেঙে যায় স্বপ্ন -
ভেঙে যায় মন-
তবুও দু-চোখ ভিজে যায় জলে-
তার জন্যে -
যে মানুষটি শুধু কেঁদেই চলে গেল -
কাঁদালো না কোনদিন -!!!💘💘💘