বিষন্ন জীবন -
হতাশার স্রোতে চলেছি ভেসে -
নিঃসঙ্গতার সিক্ত তুলিতে-
এঁকে যাই তার ছবি -
প্রথম সকালে দেখা হয়ে ছিল যার সাথে -,
শীতের কুয়াশায় ভেজা -
মায়ায় জড়ানো- গাঁয়ের মেঠো পথে -।

দুচোখের দিগন্তে -
সেই পথে আজও হেটে চলি-
চেনা পথে আজ অচেনা -
একাকী অদম্য পথিক - ধুধু বালুচরে -
ভালবাসা যেন মরিচীকা -!
স্মৃতির বেহালায় চাপা কান্না -
প্রভাতে নেই ফুল কুড়ানোর তাড়া -
ভালবাসা আজ- বড় আধুনিক -
শুকনো বকুল - অস্পৃশ্য আবর্জনা-?

সভ্যতার মিনারে বসে-
যে আকাশ তুমি দেখো-
সে আকাশ আমিও দেখি- মাটির মমতায় -
দেখি ঘাসফুল, কাশবন আর -
শরতের শুভ্রতা-।

যে কথা বলা হয়নি তোমায়-
জমা আছে অনুভবে -
অনুক্ত আবেগ হয়ে -
প্রতীক্ষার দীর্ঘ পথে -
বড্ড ক্লান্ত আমি - আমৃত্যু দূরত্বে -
চলে গেছো পর করে -
তবুও পথ চেয়ে থাকি-
যদি দেখা হয়- শেষ বার!!!