লুণ্ঠিত মানবতা- বন্দী বিবেক-
বিতাড়িত মনুষ্যত্ব -
দানবের হুংকারে ভীতু জনতা -
বুক জুড়ে অসহায়ত্ব-!
দাসত্বের অভিনব মিছিলে -
দলিত প্রাণের ক্রন্দন-
স্বাধীনতা আজ- বিস্তৃত মরুভূমি -
যেখানে শুধু -
কষ্টের বিচরণ -?
শোষণের তরবারি হাতে -
শোষকেরা দূর্বার-
হিংস্রতার উদ্দাম নৃত্যে-
ধ্বংসের দামামায় - প্রকম্পিত পৃথিবী -
প্রকৃতির বুকে ঝড়-!
অবাক পৃথিবী - অসহায় চোখে -
দেখে যায় - মৃত মানুষের স্তুপ
উলঙ্গ সভ্যতা- বিভোর ঘুমে-
কোথায় সুশীল সমাজ-
বিশ্ব বিবেক-
কেন আজ- নিশ্চুপ???