তখনও পথ চলি নির্বিকার-
খুঁজে ফিরি - বিষন্ন স্মৃতির অরন্যে-
হারিয়ে যাওয়া নিজেকে -
প্রতীক্ষার অবসানে -
গোধূলি নামে ধরায়-
দিনের সবটুকু আলো মিশে যায় -
রাতের গহীনে -।

আকাশে জ্বলে থাকা নক্ষত্রের দল-
জানিয়ে দেয় -
ক্লান্ত পৃথিবীর খানিকটা বিশ্রাম-
তখনও পথ চলি আমি-
অতন্দ্র আমাকে সাথী করে -
সহস্র নক্ষত্রের মেলায় খুঁজে ফিরি তোমায়-
দুচোখ যায় যতদূরে -।

শুষ্ক বকুলের মালা ছুয়ে ছুয়ে দেখি-
হৃৎ স্পন্দনে তোমার স্পর্শ -
অনুভবে বিহঙ্গ সম মন-
আপনার পথে বাঁধাহীন দূর্বার-
নিমগ্ন বিষন্নতা ফিরে আসে বারবার -
চেতনায় দৃষ্টি মেলে -
চেয়ে দেখি- তুমি নেই -!
চলে গেছো দূর - বহু দূরে -
স্বার্থের নদীতে বহমান তব তরী-
আমার পৃথিবী ছেড়ে -।

নিঃসঙ্গতার চিতাগ্নি জ্বলছে অবিরাম -
স্বপ্ন রা দলে দলে - আত্ম হুতি দেয় -
শব যাত্রায় নিজেকে দেখি-
সাদা কাপড়ে মোড়ানো -
জীবন্ত লাশ এক-!
তবুও সুখী হও-
সুখে থাকো!!!