তুমি -
নদীর কাছে গিয়ে শিক্ষা নাও-
অসংখ্য প্রাণীর বর্জ্য ধারণ করার পরও-
কিভাবে নিজেকে পবিত্র রাখা যায়?
তুমি -
বৃক্ষের কাছে গিয়ে শিক্ষা নাও-
অংগসমূহের কর্তন হলেও -
কিভাবে সহিষ্ণু হওয়া যায়?
তুমি -
আকাশকে দেখে শিক্ষা নাও-
কিভাবে - মহাব্যপ্তির সীমানা ছোঁয়া যায়?
তুমি -
ঝড়ের তান্ডবেও বেঁচে থাকা-
পাখিদের দেখে শিক্ষা নাও-
কিভাবে প্রবল প্রতিকূলতায়ও-
নিজেকে নিরাপদ রাখা যায়?
তুমি -
দরিদ্র মানুষের দুয়ারে গিয়ে শিক্ষা নাও-
কিভাবে অল্পতেই খুশি থাকা যায় -
কিভাবে সৎ থাকা যায়?
তুমি -
আলোর নিকটে গিয়ে শিক্ষা নাও-
কিভাবে নিজেকে ব্যাপ্ত করিয়া -
আঁধার কে দরি ভূত করা যায়?
আসলে
সীমানা অতিক্রম করার ব্যর্থ প্রচেষ্টায়-
ক্লান্ত হয়ে লাভ কি?
যদি পারো-
নিজের মধ্যে লুকিয়ে থাকা -
অসুর গুলো হত্যা করে -
মহা সত্ত্বায় লীন হয়ে যাও-
তাঁহাতেই তোমার প্রকৃত গন্তব্য!!!