আমিও তোমার মতো -
খুঁজে ফিরি অবিরত -
আহত গোলাপের - শুকনো পাপড়ি গুলো -,
সময় ঘড়ি টা চলছে অবিরাম -
শুধু - সময়টা নেই -
সেদিনের মতো -!

চঞ্চলা স্বপ্নের - রঙিন পৃথিবী আজ -
স্মৃতির গহীনে গত -?
অনুভূতি ম্রিয়মান- অনুভব আজো আছে -
সেই ঝাউ বনে মৃদু সমীরণে-
তোমার ছবি খানি - ভাসে -
বাস্তবের আঘাতে - স্তব্ধ আজ-
স্বপ্ন দের কোলাহল -
মন টা রয়েছে অবিচল - ঠিক -
যেখানে দাঁড়িয়ে ছিলাম -
তুমি আর আমি –।

কত বসন্ত এলো গেল-
হয়তো রয়েছে আরো বাকি -
জীবন বসন্তের ঝরা পাতাগুলো -
কুঁড়িয়ে বেঁচে থাকি-।

কেন ভুলে গেলে অতীত তুমি -
স্বার্থের ছোয়া পেয়ে?
পথ চেয়ে, যে - আজও বসে থাকে -
কি সুখ পেয়েছ-
তাঁকে কষ্ট দিয়ে???