বিবেকের সংকট - মানবতার সংকট -
মনুষ্যত্বের সংকট - বিশ্ব জুড়ে -
যুদ্ধের দাবানলে -
হিংস্রতার রোষানলে -
নিরীহ মানুষেরা - বারবার মরে -।
বিচারের সংকটে - অবিচারের জয়-
সততার সংকটে-
ন্যায়- নীতির ক্ষয়-
সু-শিক্ষার সংকটে - বিপন্ন ধরা-
শকুনের উল্লাসে -
পৃথিবী মাতোয়ারা -!
জ্ঞানের সংকটে - মূর্খের উত্থান -
নিরাপত্তার সংকটে -
জীবনের অবসান -
আলোর সংকটে - আঁধারের হাসি -
মিথ্যার কারাগারে - সত্য পরবাসী
ধর্মের সংকটে -
অধর্মের ত্রাস-
অস্তিত্বের সংকটে -
জংগলে বাস-
অর্থের সংকটে - গরীবেরা মরে -
ধনীরা মরে লোভে -
নিয়তি নাচছে প্রলয় রুপে-
দূর্বার অদম্য ক্ষোভে -!!!