মুক্তি চাই -
আমি মুক্তি চাই - অদৃশ্য শৃঙ্খলে -
বন্দী জীবন হতে -
আমি মুক্তি চাই -
অসত্যের ধূম্রজালে- অন্ধকারাচ্ছন্ন -
এ সমাজ হতে -!
এখানে -
অবিচারের খড়গ মুখে -
দলিত - খন্ডিত বিচার-
মানুষ রুপি পশুদের -
হিংস্র দানবীয় থাবায়- রক্তাক্ত বিবেক-
অসহায় মানবতা-
খুঁজে ফেরে আশ্রয় -!
নির্বিচারের নগ্ন পদধ্বনি -
উলংগ সভ্যতা-
সাম্রাজ্যবাদের বজ্র ডংকায়-
প্রকম্পিত পৃথিবী -,
ধ্বংসের বিভৎস দামা মায়- নিভে যায় -
নিপীড়িত প্রাণের স্পন্দন -!
আমি মুক্তি চাই -
বিশ্বায়নের বিষ বাষ্প হতে-
মুক্তি চাই -
নির্যাতনের নৃশংসতা হতে -
মুক্তি চাই -
সভ্য শকুনদের পৈশাচিকতা হতে -!
ক্ষুধা - তৃষ্ণার সর্বগ্রাসী যাতনায় -
বড্ড ক্লান্ত আমি -
শ্রান্ত জাতি - স্তব্ধ দেশ-
দূর্ভিক্ষ দ্বারে দ্বারে -
অপ্রকাশিত-।
আমি প্রতীক্ষায়-
মহা বিদ্রোহের শিঙা ফু়ঁকাতে-
শোষকের টুটি চেপে ধরে -
অধিকার আদায়ে –।
বাঁচার সংগ্রামে আজ-
শবদেহের মিছিল -!
এক দিন-
থেমে যাবে অপশক্তির অগ্নি দর্প-
মৃত অরণ্য ফিরে পাবে নিঃশ্বাস -
প্রায়শ্চিত্যের জ্বলন্ত চিতায়-
নিঃশেষ হবে দুঃসময় -
সবুজ পল্লবে - প্রকৃতি সাঁজবে নবরূপে -
উড়বে জয়ের পতাকা -
মুক্ত করিতে ধরা!!!