চন্দনা-
সহস্র বৎসর দূরে থাকলেও -
আমি ঠিক চিনে নিবো তোমায়-
যদি কখনো দেখা হয়-
জীবনের প্রান্ত সীমায়- অথবা-
পরজনমেও-।
গহীন অরণ্যে - ঘনকালো অাঁধারেও-
আমি ঠিক খুঁজে নিবো তোমায়-
যদি থাকো তুমি -
স্পর্শের সীমানায় -!
চন্দনা-
দেখো দেখো- রাশি রাশি কালো মেঘ -
ছেয়ে নিচ্ছে স্বচ্ছ আকাশটা -
চাঁদের জোছনা গুলো -
হারিয়ে যাচ্ছে - ঘন কালো মেঘের আড়ালে -
মেঘের সবটুকু কালো যেন আজ -
মিশে গেছে তব এলোচুলে -!
আমি -
দু'হাতে সরিয়ে দেবো- মেঘ গুলো -
মেঘে ঢাকা চাঁদের সমস্ত আলো-
এনে দেবো তোমার হাতে -,
কেটে যাবে অন্ধকার- আলোকিত হবে-
ভালবাসার পৃথিবী -
তোমার - আমার -।
সাগরের বিভৎস গর্জনে ও -
আমি রবো স্থীর-
ঢেউয়ের অদম্য জোয়ার- এসে -
থেমে যাবে এইখানে -
যেখানে দাঁড়িয়ে থাকি -
তুমি আর আমি -!
নিয়তির অদৃশ্য চোখে - চিত্রিত হয় সব-
যা-কিছু ঘটে এই জগৎ সংসারে -
যদি তুমি হারিয়েও যাও-
তবুও পারবেনা হারাতে নিজেকে -
দেখা হবে একদিন -
প্রত্যাশার দিগন্তে দাঁড়িয়ে থাকা-
এই মানুষটির সাথে -!
আমি সেদিনও - দুহাত বাড়িয়ে দেবো-
তোমার তরে-
যেন - প্রবন্চিত না হয় ভালবাসা -
এ পৃথিবী দেখবে -
ভালবাসা অমলিন -
মৃত্যু হীন এক গন্তব্য -!!!