দুফোঁটা চোখের জল-
কারো আর্তনাদের ভাষা-
কারো প্রতিবাদী কণ্ঠস্বর -
কারো অসহায়ত্বের প্রতিচ্ছবি-
কারো সম্ভ্রম হারানোর ব্যথা-
কারো তিক্ততা - ঘৃণার বহিঃপ্রকাশ -
অথবা -
ন্যায় বিচারের প্রত্যাশা-।
দুফোঁটা চোখের জল-
কারো প্রিয় মানুষকে হারানোর শোক -
কারো বিজয়ের হাসি -
কারো আত্মসমর্পণ -!
কারো হেরে যাওয়ার অনুক্ত গল্প -
কারো স্বপ্নের মৃত্যু -!
দুফোঁটা চোখের জল-
বাবার অসহায়ত্ব - সন্তানের কাছে -
সন্তানের সুখ চেয়ে - মাতার বিনিদ্র রাত -!
দুফোঁটা চোখের জল-
মহা প্রস্হানের নির্বাক আকুতি -
বিচ্ছেদের করুণ বিহগ -
না বলা কথা গুলো বলতে চেয়ে আক্ষেপ!