জীবনের সৈকতে -
প্রতিটি সূর্যোদয়- কেটে যায় -
তোমার প্রতীক্ষায়-
পথ চেয়ে চেয়ে -
কত গোধূলির প্রস্হান হয়-
রাতের গহীনে -
ধ্রুব তারা গুলো অবিচল -
বড্ড ক্লান্ত - জ্বলে থাকে নিভৃতে -।
সাঁঝের কুয়াশায় জোনাকির দল-
আসেনা আমায় ডাকতে -
ঝি ঝি পোকা গুলোও-
ঘুমিয়ে আছে - অচেতন -
ওরা জেনে গেছে -
কারো পথ চেয়ে চেয়ে -
বড় নিঃস্ব, রিক্ত আমি -!
আজ-
স্মৃতির অশ্রু স্রোতে-
সমাধি খোঁজে - ভালবাসা?
সখী-
এতোটা যত্ন করে কষ্টই যদি দিবে-
তবে কেন ভালবাসলে?
কেন- মরুর তপ্ত বালুকণায়-
ফোটা ফোটা সিক্ত তায় -
ভালবাসার ফুল ফোটালে?
আমি তো- জনম জনম ধরে -
হারতে চেয়েছি তোমার তরে-
হারাতে চাইনি তোমায়-
নিস্প্রাণ আমি - তোমার শুন্যতায়-
আঁধার অরণ্যে পথ খুঁজি -।
সখী-
ভালবাসা বুঝি এমনই হয়-
স্মৃতির কাব্য গুলো ঘুণ পোকা হয়ে -
এ হৃদয় কুঁড়ে কুঁড়ে খায়?
বিরহী প্রহর- অন্তীম আশা-
তবুও সুখী হও- এই প্রত্যাশা-
মৃত্যু গাড়ি আমায় ডাকে-
দূর পৃথিবীর ঠিকানায় -
সখী-
ভালবাসা বুঝি এমনই হয়-!!!