একদিন -
বিষন্ন ভাবনাগুলো -
ডুবে যাবে -নিয়তির সমুদ্রে -,
অপূর্ণ স্বপ্নেরা দলে দলে -
মিশে যাবে নীলিমায়-
বেদনার শিশির কণা গুলো -
শুকিয়ে যাবে -
অদৃশ্য তাপের স্পর্শে-।
পাওয়া আর না পাওয়ার দীঘল কাব্য গাঁথা -
ঘুমিয়ে যাবে অন্তহীন নিরবতায় -,
বিদায়ের জলছাপ অংকিত হবে -
পৃথিবীর দেওয়ালে -!
থেমে যাবে ইতিহাস -
থেমে যায় এখানে এসে!
মায়া হতে মুক্তির অভিসারে -
যেতে হবে অনন্ত অঙ্গনে-,
একাকী নিঃসঙ্গতায় -
সেখানেই ফিরে যাওয়া -
যেখানে ছিলাম -
তাঁর ঈশারায়!!!