জীবনের কোনো এক সিঁড়িতে গিয়ে-
তুমি অনেক জ্ঞানী হয়ে উঠবে -
মন্দ গুলো কে ত্যাগ করে -
খুব বেশি ভালো কাজ করতে -
ইচ্ছে করবে -,
তাতে কি লাভ?
ততো বেশি সময় - তোমার -
ঘড়িতে রইবে না অবশিষ্ট!
খুব বেশি ইচ্ছে করবে - শুদ্ধ জীবনে -
বেঁচে থাকবার -
তাতে কি লাভ?
দেনার দায় পরিশোধ করতে করতে -
সঞ্চয়ের খাতা শুন্যই রয়ে যাবে -!
প্রতিবেশীর কষ্টে - সাহায্যের হাত -
বাড়িয়ে দিতে চাইবে -,
তাতে কি লাভ?
সাহায্য করবার মতো - কিছুই -
অবশিষ্ট রইবে না তোমার হাতে-!
প্রকৃতির দিকে অপলক দৃষ্টিতে -
অনুভব করবে -
প্রকৃতির ব্যথা-,
তাতে কি লাভ?
কষ্ট গুলো তো তুমিই দিয়েছো!
অবহেলা আর তুচ্ছ তায় -
যাদেরকে কাঁদিয়েছো তুমি -
তাদের দুয়ারে গিয়ে ক্ষমা চাইতে -
ইচ্ছে করবে তোমার -
তাতে কি লাভ?
ততক্ষণে তো হারিয়ে যাবে -
চলার শক্তি -!
প্রতিটি মুহূর্ত শুধু - প্রার্থনায়-
কাটাতে চাইবে তুমি -
তাতে কি লাভ?
জীর্ণতা তোমাকে -
অচেতন করে রাখবে !
দীর্ঘ অতীতের চিত্র পটে-
দেখতে পাবে নিজেকে -
আর্তনাদ করবে- ক্ষমা চাইবে বারবার -
তাতে কি লাভ?
ততক্ষণে মহাকাল এসে -
দাড়িয়ে রইবে দরজায় -
শত আক্ষেপ নিয়ে -
যবনিকা ঘটবে জীবনের -
যে অনুভূতির কথা গুলো -
তোমা তেই রয়ে যাবে -
বলতে পারবেনা কাউকেই -
নিথর শরীরটা নিয়ে -
কাঁধের গাড়িতে যাত্রা -!!
তবে -
কার জন্য এতো কিছু?
নশ্বর এ দেহে -
কেনোই'বা বৃথা আস্ফালন???