স্বার্থ আর শর্তের -
অদৃশ্য বন্ধন এই সংসার -
এই সংসার -
প্রয়োজন আর প্রিয়জনের-
সহস্র বিনিময়ের -
এক মহাকাব্য -!
এখানে -
সকলেই সকলের তরে-
তবুও হিংস্রতার বসবাস-
অতৃপ্ত প্রত্যাশার জলোচ্ছ্বাসে-
ভেসে যায় ভালোবাসা-
মনের অন্তরীক্ষে -
মৃত্যু হয় প্রাণের-!
ছোট ছোট অপুর্নতা গুলো -
অশান্তির প্লাবনে - জীবনকে ভাসিয়ে দেয়-
সংসার নামের মহা সমুদ্রে -।
যেখানে -
প্রতিদিন মৃত্যু হয় স্বপ্নের -
ভালবাসা হেরে যায় -
চাহিদা নামের দুর্ভেদ্য গুহায়-
গন্তব্য খুঁজে না পাওয়া প্রচেষ্টা গুলো -
সংসার দিগন্তে যেন-
অস্পৃশ্য আবর্জনা-
এ যেন- অন্তহীন কল্পনার -
বিচিত্র সমাধি -!
এখানে -
ব্যর্থতার দায় - শুধু -
ব্যর্থ কেই নিতে হয়-
নিয়তির কাঠগড়ায় -
অসহায় আত্মসমর্পণ-
হেরে যায় বিবেক-
মৃত্যু হয় অনুভূতির -!
তবুও মানুষ ঘর বাঁধে -
বুক ভরা আশা নিয়ে -
হয়তো আজ নয়- একদিন -
ঠিক হয়ে যাবে সব,
সকল অপূর্ণতা -
ভরে যাবে পূর্ণতায়-
এই কামনায়!!