নিয়তি-
তুমি নির্বাক কেন?
তুমি মহাকাল - ধ্রুপদি কাঙাল-
ভক্তের ভগবান-
আহার বিহার - নিদ্রার অতীত -
হে মহা মহীয়ান ।
তুমি উক্ত -অনুক্ত- চিত্র -বিচিত্র -
শ্বাশতঃ মহাসত্য - অধরা -
তুমি অধর্ম বিনাশ কারী- মহা তরবারি -
কমল হৃদয়ে ভরা –।
তব অতলের তলে মণি-মুক্তার খনি-
তুমি সাকার নিরাকার - মহা শিব রুপে-
দুষ্কৃতি র অশনি –।
তুমি নিরন্তর প্রজ্ঞা- মহাধ্রুব জ্যোতি-
অন্তের শুরু - বিন্দুতে রতি-
মহাবিশ্বের বিশ্ব ব্যাপিয়া-
অসীমের সমাহার -
তোমার গতিতে গতিময় -এই-
মহাজাগতিক ভান্ডার –।
আজ-
অসুরের তাপে- সীমাহীন পাপে-
ধরণী তিক্ত ঘৃণায়-
তোমার সৃষ্ট শ্রেষ্ঠ জীব-
পথভ্রান্ত - অসহায় !
জাতি ধর্ম বর্ণ বৈষম্যে-
রসাতলে মানবতা -
বিবেক মনুষ্যত্ব - মৃতঃপ্রায় সবই-
নিশ্চুপ নিরবতা -!
তুমি বিনাশ কর অসুরের লীলা -
জাতি ধর্ম বর্ণ বৈষম্যের খেলা -
স্বর্গের বুকে নরক চিতা-
নিভিয়ে দাও চিরতরে -
শান্তির আলো উদিত হোক -
নতুন পৃথিবীর ভোরে -!!