জাগো ধরিত্রী- দূর্দম গতি-
খড়্গ হাতে নিয়ে -
বক্ষ তোমার ধৌত করো-
অসুরের রক্ত দিয়ে –।
তুমি চপলা -সদা চঞ্চলা -
মহাকাল অমানিশি -
নরপিশাচের বক্ষ ছেদিয়া-
মুক্ত কর শশী-।
তুমি মহামায়া -
তুমি নিয়তির নীতি - প্রলয় গীতি-
অন্যায় বিনাশিনী -
তুমি অসহায়ের সহায় - মাতৃমায়া-
অধর্ম তাড়নী –।
জাগো ধরিত্রী-
তুংগ তুখোড় - রঙ্গ করিতে ভঙ্গ -
তুমি অসুর মর্দিনী-
উত্তাল তটিনী -
দূর্বার - অজেয় বিহঙ্গ –।
আজ-
পিশাচের তরী নোঙড় বেঁধেছে-
জনতার ঘরে ঘরে -
উলঙ্গ নৃত্যে মাতাল -ওরা -
আমাদের প্রাণ সংহারে -!
ক্ষুধা তৃষ্ণায় - বঞ্চনা যাতনায় -
মৃত্যু মিছিলে জোয়ার -
মানবতা আজ বন্দি শিকলে -
বিবেকের বুকে হাহাকার -!
জাগো ধরিত্রী-
জাগো- তিমির রজনী অবসান করিয়া -
রক্ষা করিতে প্রাণ-
বিকৃত মানুষেরা নিপাত যাক -
বেঁজে উঠুক - মুক্তির গান।